বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চায় পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৭
বাংলাদেশ থেকে পাকিস্তান ওষুধ আমদানি করতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। আজ রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দুই সহকর্মীকে নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার। সাক্ষাতকালে উপদেষ্টাকে তিনি এ কথা জানান।
এদিন প্রায় এক ঘণ্টা ধরে তারা মতবিনিময় করেন। এ সময় দুই দেশের সম্পর্ক, স্বাস্থ্যসেবা, বাণিজ্যসহ সার্বিক বিষয়ে কথা বলেন।
হাইকমিশনার মারুফ বলেন, ‘বাংলাদেশ ওষুধ শিল্পে বেশ ভালো অবস্থানে আছে। পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী।’
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ মারুফ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদ।